নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিজের শারীরিক অসুস্থতার খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
রোববার (১৮ জানুয়ারি) এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি শেয়ার করেন আরমান। ছবিতে দেখা যায়, হাসপাতালের রোগীর পোশাক পরা অবস্থায় তার বাঁ হাতে ক্যানোলা লাগানো। ক্যাপশনে গায়ক লেখেন, গত কয়েক দিন তার জন্য একেবারেই ভালো কাটেনি। তবে এখন তিনি কিছুটা স্বস্তি অনুভব করছেন। পাশাপাশি তিনি জানান, এই সময়টা বিশ্রাম নেওয়া ও নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার।
এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতেও নিজের অনুভূতি প্রকাশ করেন আরমান মালিক। সেখানে তিনি লেখেন, নতুন বছরে যাদের যত্ন নেওয়া জরুরি, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।
গায়কের এমন পোস্টের পর নেটিজেনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ কিংবা শরীরের প্রতি অবহেলার কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত হাসপাতালে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
উল্লেখ্য, ভারতীয় সংগীতাঙ্গনের পরিচিত মুখ আরমান মালিক হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও সমানভাবে জনপ্রিয়। তার কণ্ঠে গাওয়া ‘ধিতাং ধিতা’, ‘আমি যে কে তোমার’, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’সহ একাধিক গান শ্রোতাদের কাছে ব্যাপক ।
