English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

‘অ্যানিম্যাল’ দেখে যা বললেন আল্লু অর্জুন!

- Advertisements -

নাসিম রুমি: রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এরই মধ্যে সিনেমার কালেকশন গড়েছে রেকর্ড।

অন্যদিকে তেড়ে আসছে সমালোচনাও। পৌরুষ ও অত্যধিক হিংসার প্রদর্শনের অভিযোগে বিদ্ধ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

এই পরিস্থিতিতে ‘অ্যানিম্যাল’কে ক্লাসিক ছবির সার্টিফিকেট দিলেন দক্ষিণী মহাতারকা আল্লু অর্জুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের আইডিতে উচ্ছ্বাস প্রকাশ করে ‘পুষ্পা’ লেখেন, ‘অ্যানিম্যাল।

জাস্ট মাইন্ড ব্লোয়িং। ছবিটির নৈপুণ্য বিমোহিত করেছে। অভিনন্দন!’ রণবীরকে প্রশংসায় ভাসিয়ে আল্লু অর্জুন বলেন, ‘রণবীর কাপুর ভারতীয় সিনেমায় পারফরম্যান্সকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেলেন। খুবই অনুপ্রেরণাদায়ক। আপনি যে জাদু তৈরি করলেন, তাকে ব্যাখ্যা করার ভাষা আমার নেই। ’

পাশাপাশি রশ্মিকা, অনিল কাপুর, ববি দেওল এবং তৃপ্তি দামড়ির প্রশংসায়ও পঞ্চমুখ হয়েছেন আল্লু।

তিনি লেখেন, ‘আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কীভাবে আপনাদের এই ছবিটি ভারতীয় সিনেমার মুখকে এখন এবং ভবিষ্যতেও বদলে দিতে চলেছে। ক্লাসিক ভারতীয় ছবির তালিকায় ঢুকে পড়েছে অ্যানিম্যাল। ’

মুক্তির পর থেকেই আলোচনা শুরু হয়েছে সিনেমাটি নিয়ে। অনেকেরই মতে, যতই সাফল্য পাক ছবিটি, মানতে হবে এখানে হিংসাত্মক পৌরুষকে উৎসাহিত করা হয়েছে। নারীকে ছোট করে দেখানো হয়েছে। অকারণে মাত্রাছাড়া হিংসার প্রদর্শন করা হয়েছে।

যদিও মুক্তির ১০ দিনের মধ্যেই ৬০০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m4c4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন