English

26.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

অ্যানিম্যাল মুক্তির পর শুধুই কেঁদেছি: তৃপ্তি

- Advertisements -

‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীর কাপুরের শয্যাসঙ্গিনী হিসেবে ধরা দিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যেখানে একদমই খোলামেলা রূপে হাজির হন তিনি। যে কারণে ছবি মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। কীভাবে সামলেছেন সেই সময়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।

তৃপ্তি জানান, ক্যারিয়ারে প্রথমবার যে ‘বাজে মন্তব্য’ পেয়েছেন, সেটা সামলাতে হিমশিম খেতে হয়েছে। যে কারণে অনেক কান্নাকাটিও করেছেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘অ্যানিম্যাল মুক্তির আগে কোনও সমালোচনা ছিল না। তবে সমালোচনা হয়েছে ছবি মুক্তির পর। প্রথমদিকে কাজটা কঠিন ছিল। কারণ বুলবুল ও কালা-তে কাজ করার পরে কোনো সমালোচনা হয়নি। তখন লোকজনের মন্তব্য পড়ে খুব খুশি হতাম আর ভাবতাম, মানুষ কেবল ভালো জিনিসই লেখে, জীবনে কোনও সমস্যা নেই।’

‘তবে অ্যানিমেলের পর সেই ধারণা বদলে গেল। সিনেমা মুক্তির পর এত বেশি নেতিবাচক মন্তব্য শুনছিলাম, যে আমার জন্য ওই একটা মাস বেশ কঠিন হয়ে গেল। তখন ইতিবাচকের চেয়ে নেতিবাচক মন্তব্যগুলোতেই বেশি মনোযোগ দিচ্ছিলাম।’

তৃপ্তি বলেন, ‘অ্যানিম্যালের পর অন্তত দু-তিন দিন ধরে অনেক কেঁদেছি। আমি মোটেও এসবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি এত সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকেজন খুবই খারাপ কথা বলছিলেন। এ বিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, সে বলল- এটাকেও গ্রহণ করতে’।

‘এদিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই ভীষণভাবেই আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে কাজে মন দেব।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ab3g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন