English

23 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

অ্যামাজন প্রাইমে শরীফুল রাজের ‘ওমর’

- Advertisements -

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হলো ঢাকাই সিনেমা ‘ওমর’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা করে নেওয়ায় আনন্দিত ছবি-সংশ্লিষ্টরা। বিদেশি দর্শকদের কথা মাথায় রেখে ছবিটিতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  সেখানে উল্লেখ করা হয়, সিনেমার নাম  ‘ওমর’ রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং কিংবদন্তি নায়ক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ এবং শিল্প–নির্দেশনায় ছিলেন সামুরাই মারুফ।

ছবির গল্পে দেখা যায়, প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয় আকস্মিকভাবে। ঘটনাস্থলে থাকা দুই চরিত্র ওমর ও বদি একে অপরকে হত্যার জন্য দায়ী করতে থাকেন। তাদের ভয়—বড় মির্জা যদি ঘটনাটি জানতে পারেন, দুজনেরই বিপদ অনিবার্য। নিজেদের রক্ষায় তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেয়। এরপরই গল্প এগোয় একের পর এক রহস্য, টুইস্ট আর উত্তেজনায়; শেষ পর্যন্ত ওমর ও বদির কী পরিণতি দাঁড়ায়, সেটিই জুড়ে রাখে দর্শককে।

‘ওমর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ—তিনি ওমরের ভূমিকায়। বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজী সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। এ ছাড়া একটি বিশেষ গানে উপস্থিত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।

গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওমর’। এটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ষষ্ঠ সিনেমা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2aab
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন