English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

আঁচলের বডিগার্ড হাসান জাহাঙ্গীর

- Advertisements -

চলচ্চিত্র নায়িকা আঁচলের বডিগার্ড হলেন হাসান জাহাঙ্গীর। তবে তা বাস্তবে নয় নাটকে। নাটকের নাম বডিগার্ড। ৭ পর্বের নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বৈশাখী টেলিভিশনে রাত ৭.৩০ মিনিটে। আঁচল, হাসান জাহাঙ্গীর ছাড়াও আরো অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান, ডন, অনন্যা অনু, শাহীন প্রমুখ।

নাটক নিয়ে বলতে গিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, এ যাবতকালে আমি যত নাটক করেছি তার মধ্যে এটি ব্যতিক্রম। এবারই প্রথম আমি বোবা চরিত্রে অভিনয় করেছি। যা আমার জন্য একেবারেই চ্যালেঞ্জিং। এ চরিত্রটি করতে গিয়ে বোবাদের সাথে মিশেছি তাদের আচার-আচরণ শিখেছি।

এমন একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বোবা চরিত্রের আড়ালে রয়েছে অন্য এক রহস্য। সে রহস্য উদঘাটন করতেই একের পর এক চরিত্রের আবির্ভাব। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, নাটকের কাহিনী একজন চলচ্চিত্র নায়িকাকে ঘিরে। আলোঝলমল জগতের আড়ালে এক অন্ধকার অধ্যায়ের ঘটনাই তুলে ধরা হয়েছে নাটকে। অমিত হাসান, আচল, ডনসহ সবাই অসাধারণ অভিনয় করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ue9o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন