পাকিস্তানি অভিনেত্রী হুমাইমা মালিক আজীবন হিজাব পরিধান করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সাবেক অভিনেত্রী নুর বোখারির সঙ্গে হিজাব পরা একটি ছবি শেয়ার দিয়ে একথা জানিয়েছেন তিনি।
মালিক লিখেন, ‘জীবনের চলার পথে খুবই কম মানুষ এমন যারা আপনার কাছে কিছুই প্রত্যাশা করে না, শুধুমাত্র আপনার রব ছাড়া। নুর, আপনি আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। আল্লাহ সব সময় সব স্থানে আপনার কল্যাণ করুন।’
তাঁকে স্কার্ফ উপহার দেওয়া নুরকে ধন্যবাদ জানিয়ে মালিক তাঁর বন্ধুদেরও একই কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এমন সুন্দর উপহারের জন্য তোমাকে ধন্যবাদ। স্কার্ফ পরতে আমি খুবই পছন্দ করি। আল্লাহ আমাকে তাঁর প্রিয় করুন এবং সারাজীবন হিজাব পরিধানের শক্তি দিন।’
এর আগে হুমাইমা মালিকের ভাই ফিরোজ খানও অভিনয়ের জগত ত্যাগ করে ইসলাম ধর্ম অনুসারে জীবন যাপন শুরু করেন।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের অনেক অভিনেতা ও অভিনেত্রী ইসলাম ধর্ম মতে জীবন ধারণ শুরু করেছেন। গত বছরের অক্টোবরে বলিউড অভিনেত্রী সানা খান ফিল্ম ইন্ডাস্ট্রি জগত ছেড়ে মানবসেবা ও সৃষ্টিকর্তার নির্দেশনা মেনে জীবন যাপন শুরুর ঘোষণা দেন। এর আগে জায়রা ওয়াসিম, দিপীকা কাকর, মনিকাসহ আরো অভিনেতা ও অভিনেত্রী ইসলাম ধর্ম মতে জীবন যাপন শুরু করেন।