যাযাবর পলাশ: চারিদিকে পূজার আনন্দে ম ম করছে। এবারের পূজা যেন ফিরিয়ে এনেছে বাঙালির হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য। আর এমন একটি মূহুর্তে সিনেমা না দেখলে কি চলে? তাইতো আজ শুক্রবার সারাদেশে একযোগে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে দু-দুটি অসাধারণ গল্পের বাংলা ছায়াছবি। একটি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি, শিপন মিত্র, এবং নতুন প্রজন্মের আলোচিত অভিনেতা আদর আজাদ অভিনীত ‘যাও পাখি বলো তারে’ এবং অন্যটি এই সময়ের আলোচিত অভিনেত্রী পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’।
একদমই ব্যতিক্রম গল্পের অসাধারণ দুটি ছবি। সদ্য সাড়া জাগানো ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ’ এবং ‘হাওয়া’র মতো গল্প প্রধান এই সিনেমা দুটিও আলোড়ন সৃষ্টি করবে এবং সবার মন জয় করে নেবে বলেই ধারণা করা হচ্ছে। এখানে সবচেয়ে আকর্ষণ হিসেবে মনে করা হচ্ছে যে, এই সিনেমা দু’টি নির্মাণ করেছেন ঢালিউডের অত্যন্ত পরীক্ষিত, সফল এবং মেধাবী দু’জন দর্শকনন্দিত চলচ্চিত্র নির্মাতা। একজন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জনকারী গুণী চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক(যাও পাখি বলো তারে) এবং অপরদিকে রয়েছেন প্রখ্যাত যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান (হৃদিতা)।
মুক্তিপ্রাপ্ত এই সিনেমা গুলোর হাত ধরে অভিমানী সিনেমাপ্রেমীরা আবারও হলে ফিরে আসুক এই প্রত্যাশায় করছে সিনেমা সংশ্লিষ্ট সবাই। তারা সবাইকে আহ্বান জানাচ্ছেন, আসুন হলে ফিরে যাই। সেই বস্তাপচা সিনেমার দিন আর নেই। এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজন নিয়ে আবারও সিনেমা দেখার সময় এসেছে। আমরা হলে ফিরলেই আরও ভালো ভালো সিনেমা আসবে।
এদিকে, সিনেমা ইন্ডাস্ট্রিতেও নতুন হাওয়া লেগেছে। সবাই কোমর বেঁধে কাজে নেমে পরেছেন। ধারাবাহিক ভাবে সামনে আসছে আরও একঝাঁক নতুন ছবি। তাই দেশের ফিল্ম ইণ্ডাষ্ট্রিকে বাঁচানোর পাশাপাশি সারাদেশের সিনেমা হল গুলোকেও বাঁচাতে সরকারের দৃষ্টি কামনা করছেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। সিনেমার পাশাপাশি সারাদেশে সিনেপ্লেক্স নির্মাণের পাশাপাশি পুড়নো সিনেমা হল গুলোকেও আধুনিক করে তুললে অবশ্যই দর্শক হলে ফিরবে বলে সবাই মনে করছে। কারণ, দিন পাল্টেছে। এখন আর সেই জীর্ণ শীর্ণ হলে গিয়ে সিনেমা দেখতে চায়না কেউ।
উল্লেখ্য, আজ প্রথম সপ্তাহে দেশজুড়ে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আদর আজাদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক শিপন মিত্র অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
অপরদিকে, কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। সিনেমার নামও রেখেছেন ‘হৃদিতা’। আজ প্রথম সপ্তাহে দেশজুড়ে ২১টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘হৃদিতা’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এবং তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। সিনেমার সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান।
