English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

আবেগে ‘পাপমুক্ত’ বলে ফেলেছি: রাসেল মিয়া

- Advertisements -

শুক্রবার মুক্তি পেয়েছে চলচ্চিত্র  ‘ভাইয়ারে’। নানা কারণে এই চলচ্চিত্র নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাসেল মিয়া। এছাড়াও অভিনেত্রী এলিনা শাম্মী, জারা, হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে। কয়েক দিন আগে এই চলচ্চিত্র নিয়ে হেলেনা জাহাঙ্গীর বলেছিলেন, ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।’

হেলেনা জাহাঙ্গীরের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুলভাবে ছড়িয়ে পড়ে। এর দুদিন পরেই রাসেল মিয়ার আরেকটি মন্তব্য শোরগোল ফেলে দেয়। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সিনেমাটিকে ‘পাপমুক্ত’ হিসেবে দাবি করেন। কসম খেয়ে এই দাবি করতে করতে কেঁদে ফেলেন অভিনেতা।

রাসেল মিয়া বলেন, ‘বলতে চেয়েছি, আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি বা আমার টিম কোনো পাপ করেনি। আমি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ভালো মানুষ রয়েছে যারা কোনো প্রকার পাপ কাজের সঙ্গে যুক্ত নয়। তারা শুধু সংস্কৃতিকে ভালোবেসেই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে, সিনেমা বানাচ্ছে। আমি এটাই বোঝাতে চেয়েছি।’

রাসেল মিয়া সিনেমা মুক্তির দিন একটি হল কানায় কানায় পূর্ণ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন, আর তখনই কসম কেটে এমন মন্তব্য করেন। যার জন্য তিনি অনুতপ্ত বলেও জানান। তিনি বলেন, ‘আমি একটি হলে গিয়ে দেখি হাউসফুল। আবেগ সামলাতে না পেরে সেখানে সাংবাদিকদের সামনে বলে ফেলেছি, এটা পাপমুক্ত ছবি। আমি সিনেমাকে হালাল, হারাম বা পাপমুক্ত বলতে চাইনি।’

কেউ যদি রাসেল মিয়ার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘আমার কথায় যদি ধর্মপ্রাণ মুসল্লিরা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাইনি।’

সিনেমাটি ৫টি হলে মুক্তি পেয়েছে। রাসেল মিয়া মনে করেন, পরের সপ্তাহে হল সংখ্যা বাড়বে।

সিনেমাটি ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এটি প্রযোজনা করেছেন ফখরুল হোসেন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ। ‘ভাইয়ারে’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এসআই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wq5g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন