English

34 C
Dhaka
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
- Advertisement -

‘আমরা’ দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জয়া

- Advertisements -

দুই বাংলার জনপ্রিয় জয়া আহসান। ঈদে ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সবমিলিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যে কলকাতায় সিনেমার প্রচারে গিয়ে ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রেম নিয়ে মুখ খুলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা জয়া ওই সাক্ষাৎকারে সম্পর্কে থাকার কথা স্বীকার করে বিয়ে নিয়ে ভাবনাসহ ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। জীবনে বিশেষ কেউ আছে কিনা- এমন প্রশ্নে কলকাতাভিত্তিক ওই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জয়া অকপটে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ তবে তিনি জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমাজগতের কেউ নন।

জয়ার ভাষ্যে, ‘আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যে কোনও সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনও কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা— এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’ তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? এই প্রশ্নের উত্তরে জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তাঁর ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’ এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য—উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dxbe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন