নাসিম রুমি: বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে বোধহয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা যিনি প্রায় সকল অভিনেত্রী সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। মুনমুন সেন থেকে শুরু করে রাইমা সেন, একাধিক প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই সব অভিনেত্রীদের তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং তাঁদের সম্পর্কে তাঁর ব্যক্তিগত কিছু ধারনাও রয়েছে।
নবাগতা অভিনেত্রীদের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করা মানে হাতে চাঁদ পাওয়া। অনেকেই আবার বুম্বাদাকে সমীহ করেন অনেকে আবার ভয় পান। কিন্তু এমন একজন অভিনেত্রী আছেন যার সঙ্গে কাজ করতে স্বয়ং বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই ভয় পান।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সুদীপ্তার সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পাই। ওর মতো একজন দুর্দান্ত অভিনেত্রী খুব কম রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। শুধু ভয় নয় আমি কিঞ্চিত ঈর্ষাও করি কারণ ওর মত অভিনয় খুব কম মানুষ করতে পারেন।’
এরপর রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কথা জিজ্ঞাসা করলে প্রসেনজিৎ বলেন, ‘রচনা হলেন এমন একজন অভিনেত্রী যিনি মারাত্মক প্রফেশনাল। ওর এই গুণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রচনার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।
