ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা মাহিয়া মাহি। করোনা ও লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি সময় কাটছে তার। বাস্তব জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় তাকে স্মরণ করে থাকেন। এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন।
মাহি লিখেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার উপর খুশি হয়ে রহমত আরো বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’
মাহি সর্বশেষ ‘বুবুজান’ সিনেমায় কাজ করেছেন। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। সর্বশেষ তাকে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেন শাকিব খান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/42ry