English

27 C
Dhaka
বুধবার, নভেম্বর ১২, ২০২৫
- Advertisement -

আমি স্বেচ্ছায় সিনেমা থেকে দূরে আছি: বাপ্পী চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: এক সময়ের নিয়মিত মুখ ছিলেন বাপ্পী চৌধুরী। টানা এক দশক বড় পর্দায় ব্যস্ত সময় কাটালেও করোনার পর যেন হারিয়েই গিয়েছিলেন তিনি। নির্মাতারা সিনেমাতে আপনাকে কেন ডাকছেন না? এই প্রশ্নই সম্প্রতি দেশের এক গণমাধ্যম রেখেছিল অভিনেতার কাছে।

জবাবে বাপ্পী বলেন, ‘কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি নিজে থেকেই চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তাঁর সেবা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারিনি। ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় ফেরেনি মন। তবু চারটি ছবির প্রস্তাব আছে। নির্মাতাদের বলেছি, আরও কয়েক মাস সময় চাই। তাঁরাও সম্মতি দিয়েছেন।’

কেন নিজেকে আড়ালে রেখেছেন—সে প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘সময়টা বদলে গেছে। এখন সবাই সস্তা ভিউয়ের পেছনে ছুটছে। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট বানাচ্ছে। এসবের মধ্যে থাকতে চাই না। তারপরও দেখি, আমাকে নিয়ে মনগড়া খবর বানানো হয়। কেন জানি না! চলচ্চিত্রে এক যুগ পার করেছি, ৩৫টির মতো ছবিতে কাজ করেছি। আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাই ভেবেছি, যতটা আড়ালে থাকা যায় ততটাই ভালো।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ivr5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন