চ্যানেল আই স্টুডিও থেকে সপ্তাহের প্রতি রবিবার বিকেল ৩.০৫ মিনিটে সরাসরি প্রচারিত হয় বিভিন্ন যুগের বিভিন্ন জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘আমার যত গান’। অনুষ্ঠানের প্রতি পর্বেই অংশ অংশ নেন এক বা একাধিক ও নবীন ও প্রবীনশিল্পী।
এবারের পর্বে অংশ নিবেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী সেরাকণ্ঠ তিন্নি ও ঐশি এবং ক্ষুদেগানরাজ পুষ্পিতা। পুরো অনুষ্ঠানজুড়ে শিল্পীরা আলাউদ্দিন আলীর গানের ভান্ডর থেকে বাছাইকৃত গানগুলো একক ও দৌত কণ্ঠে পরিবেশন করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন