English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
- Advertisement -

আলিয়া নয়, রণবীর বেছে নিলেন দীপিকাকে!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের রণবীর কাপুর তার দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান আরকে ফিল্মসকে নতুনভাবে পথচলা শুরু করাতে চান। গুঞ্জন, ব্যানারের প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। এ বিষয়েে পরিচালক ও আলিয়া বাট দীপিকার সাথে কথা বলেছেন। দীপিকা অভিনয় করতে আগ্রাহ প্রকাশ করেছেন। ১৯৫৬ সালের জনপ্রিয় ছবি ‘ছোরি ছোরি’র আধুনিক রিমেকই হবে এই নতুন প্রকল্প।

অক্টোবরে রণবীরের আরকে ফিল্মসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার খবর সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সেই পরিকল্পনা আরও এগিয়েছে। রণবীর চান, নতুন ছবিতে রাজ কাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক। প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে।

, ছবির পরিচালনার করবেন অয়ন মুখার্জিকে। তিনি কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।‘

ছবিটি বড় বাজেটেই নির্মিত হবে। আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও চলছে। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মদিনে, আরকে ফিল্মস নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।

এদিকে, কিছুদিন আগে এক বলিউড কনটেন্ট ক্রিয়েটর রণবীর–দীপিকা জুটিকে আবারও বড় পর্দায় দেখার অনুরোধ জানিয়ে একটি রিল বানান। রিলটিতে দীপিকা লাইক দেওয়ায় নতুন আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেন, অভিনেত্রীও হয়তো এমন প্রস্তাব পছন্দ করছেন।

পর্দায় রণবীর–দীপিকার জুটি আগে বহুবার জনপ্রিয়তা পেয়েছে। ‘বাচনা অ্যায় হসিনো’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি ছবিতেই তাদের স্বাভাবিক অভিনয় ও বোঝাপড়া দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে পেশাদারিত্ব বজায় রেখেই তারা কাজ করেছেন। বলে রাখা ভালো, রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চিত। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর আলিয়া ভাটকে বিয়ে করে এখন সংসারী রণবীর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/urj9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন