English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

আশিক বন্ধু’র কথায় প্রথমবার চট্টগ্রামের গান গাইলেন আলম আরা মিনু

- Advertisements -

বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু’র লেখা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি গানে প্রথমবারের মতো কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আলম আরা মিনু৷ গানটির শিরোনাম -আদর গইরতাম চাই”। এটি বেশ মজার একটি গান। গানটির সুর সংগীত করেছেন সজীব দাস।

গতকাল শনিবার রাত ১০ টায় ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিল্পী আলম আরা মিনু বলেন- জীবনে প্রথমবারের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মৌলিক গান গাইলাম। গানটি চারিদিকে বাজবে, জনপ্রিয় হবে।

খুব ভালো লাগছে। চমৎকার একটা মজার রোমান্টিক গান গেয়েছি। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গানটির আয়োজন ও গীতিকার আশিক বন্ধু’কে। গানটি প্রসঙ্গে সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- গানটি লিখেই ভেবেছি, মিনু আপাকে দিয়ে গাওয়ালে ভিন্ন একটা কাজ হবে৷ রেকর্ডিং শেষে শুনলাম দারুণ গেয়েছেন গানটি। আশা করছি গানটি বেশ জনপ্রিয় হবে। সবাই শুনবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lm4a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন