English

32.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৩০, ২০২৫
- Advertisement -

আসিফ আকবরের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা জানা গেল

- Advertisements -

নাসিম রুমি: দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনও বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন। তৈরি করে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও সবই পাওয়া যায়।

গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। প্রায় সময়ই প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে। কখনও বা আবার নিজের মতামত কিংবা অনুভূতিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

এদিকে সম্প্রতি হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। লাইক-কমেন্ট-শেয়ারের বন্যায় কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিও ক্লিপটি। ভিডিওতে দেখা যায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে।

ভরা সমাবেশে, যেখানে সবাই বসে আছেন, সেখানেই বেশ বিক্ষুব্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি। হাত-পা নেড়ে উত্তেজিত ভঙ্গিমায় তাকে বলতে শোনা যায়, অনেক কথা বললেন, আমি শুনছি তো। আমরা এখানে আসছি, আমরা কথা বলার সুযোগ পাই না, আপনারাই কথা বলেন। এটা তো হবে না।
কথাগুলো বলে বসতে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে যোগ করেন, আপনারা আসলে সবসময় এরকমই মনে করেন যে, আপনারাই সবকিছু বোঝেন, আর আমরা আইছি বাইরে থেইকা।

ভিডিওর ঘটনাস্থল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলমের সভাপতিত্বে রাজারবাগে অনুষ্ঠিত ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ’ শীর্ষক সভা। বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এর তৃতীয় দিনে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ততক্ষণে সভাপতি ও সভায় উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের অনুরোধে পুনরায় আসন গ্রহণ করেন এ শিল্পী। তবে বসেও থেমে থাকেননি তিনি। শেষে বলেন, ভেরি আনফেয়ার। ঠিক হয় নাই কাজটা আপনাদের।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। আসিফ আকবরের সাহসিকতা ও প্রতিবাদী মানসিকতার প্রশংসা করেন অনেকে।

অন্যদিকে, শিল্পীর উদ্দেশ্যে ধেয়ে আসা তীর্যক ও ব্যঙ্গাত্মক মন্তব্যের সংখ্যাও কম নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tdmu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন