নাসিম রুমি: শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে শুরু করে ঋতিক রোশন, রণবীর কাপুরের নামের পাশে বসেছে ‘সুপারস্টার’-এর তকমা। কিন্তু এরপর? কে হতে যাচ্ছেন পরবর্তী বলি সুপারস্টার?
বলিউডে জেন-জেড যুগের অভিনেতাদের আনাগোনা শুরু হয়ে গেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন জুটি আহান পান্ডে এবং অনীন পড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। রীতিমত এই সিনেমার জ্বরে আক্রান্ত সবাই। বিশেষ করে তরুণরা লুফে নিয় আয় বাড়ছে তরতরিয়ে। এরইমধ্যে অনেকে আহান পান্ডেকে নিয়ে কথা বলার সময়, তার নামের পাশে ব্যবহার করছেন ’সুপারস্টার’ শব্দটি। ভক্তদের মতে, আহানই হতে যাচ্ছেন বলিউডের পরবর্তী সুপাস্টার।
‘সাইয়ারা’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর, সিনেমা সংক্রান্ত প্রায় প্রতিটি আলোচনায় একটি নতুন নাম প্রাধান্য পাচ্ছে। সেটি হলো আহান পান্ডে। ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নবাগতকে নিয়ে উচ্ছ্বাস, কৌতুহল চোখে পড়ার মতো। কেউ বলছেন, ‘কী আকর্ষণীয় তিনি!’ কেউ আবার বলছেন, ‘এত মিষ্টি তিনি!’
আহানকে নিয়ে কথা বলতে গিয়ে এক ভক্ত বলেন, ‘আমি তার অভিনয় সত্যিই পছন্দ করেছি। নিশ্চিতভাবে আমি মনে করি, পরবর্তী সুপারস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আরেকজন বলেছেন, ‘তার মধ্যে সুপারস্টার হওয়ার সব গুণ রয়েছে। যদি তিনি সঠিক সিনেমা বেছে অভিনয় করেন, তাহলে অনেক দূরে যাবেন।’
শুধু সাধারণ দর্শক নয়, খোদ আদিত্য চোপড়াও মনে করেন সেটিই। তিনি এ বিষয়ে বলেন, ‘এই প্রজন্মের একজন সুপারস্টারের প্রয়োজন। তিনি সেটা হতে পারেন।’
কিন্তু অনেকেরই আবার বিষয়টি নিয়ে দ্বিমত আছে। তাদের মতে, একটি সিনেমা দিয়ে কাউকে এভাবে সুপারস্টারডমের তকমা দেওয়া ন্যায্য নাকি বুদ্ধিমানের কাজ? আহানকে যে কোনও সুপারস্টারের সাথে তুলনা করা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তিনি সবেমাত্র শুরু করেছেন, তাই তাকে পরবর্তী সুপারস্টার বলা উচিত নয়।বলা প্রয়োজন, বলিউডের ইতিহাস রাতারাতিখ্যাতি পাওয়ার গল্পে ভরা। কুমার গৌরব (লাভ স্টোরি), রাহুল রায় (আশিকি)থেকে শুরু করে রাজীব কাপুর (রাম তেরি গঙ্গা মাইলি), ভাগ্যশ্রী (ম্যায়নে প্যায়ার কিয়া) এবং আমিশা প্যাটেল (কহো না প্যায়ার হ্যায়), যারা রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু তাদের খ্যাতি স্থায়ী দহয়নি। প্রত্যেকেই অভিষেকে হিট সিনেমা দিয়ে সিনেমার মঞ্চে এসেছিলেন। কিন্তু সেই গতি ধরে রাখতে পারেননি। অভিজ্ঞতা থেকে দেখা যায়, তারকাখ্যাতি কেবল একটি হিট সিনেমার ওপর নির্ভর করে না, বরং ধারাবাহিকতা, সিনেমা নির্বাচন এবং নিজেকে নতুন রূপে উপস্থাপন করার ওপর নির্ভর করে। তবে হ্যাঁ, দর্শক সবসময়ই একজন নতুন সুপারস্টারের জন্য অপেক্ষা করে থাকেন। সেক্ষেত্রে, আহান পান্ডে এই প্রজন্মের সুপারস্টার হবেন নাকি একজন ক্ষণস্থায়ী হার্টথ্রব হবেন, তা নির্ভর করছে পরবর্তী সময়ের ওপর।