চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিশ্বের নানা প্রান্তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসী ভক্তরাও এতে অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল সৌদি আরব প্রবাসী ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমিটির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয় পরিচালক হাসান জাহাঙ্গীর গভীর আবেগে বলেন—“আমরা সবাই জানি, কাঞ্চন ভাই শুধু একজন অভিনেতা নন; তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
তিনি আরও বলেন, “কাঞ্চন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েনই, পাশাপাশি কিছু বিশেষ আমলও করেন—যা আমি ব্যক্তিগতভাবে জানি। আল্লাহর কাছে আমার বিশ্বাস, তার এই আমল ও সৎকর্মগুলোই তাকে সুস্থতার দিকে ফিরিয়ে আনবে। দেশের প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে। কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, ইলিয়াস কাঞ্চন শুধু চলচ্চিত্রের নায়ক নন, বরং একজন সত্যিকারের সামাজিক কর্মী। তাঁর দীর্ঘদিনের নিরাপদ সড়ক আন্দোলন এ দেশের মানুষকে সচেতন করেছে। তিনি অসুস্থ হলেও আন্দোলনের প্রতিটি ধাপ ও অর্জন আজ কোটি মানুষের মুখে মুখে।
নিসচা সৌদি কমিটির নেতারা বলেন, “কাঞ্চন ভাইয়ের মতো একজন সাহসী মানুষকে আমরা খুব দ্রুত আবার সুস্থ শরীরে দেখতে চাই। তিনি আমাদের অহংকার। তাঁর হাত ধরেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন আজ আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। আমরা প্রবাস থেকে তাঁর জন্য দোয়া করছি।”
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা এক কণ্ঠে বলেন, কাঞ্চন ভাই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন—এটাই আমাদের বিশ্বাস।
সর্বশেষে, পুরো সভা ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনায় মোনাজাতে অংশ নেয়। সেখানে সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি সুস্থ হয়ে আবারও পর্দায়, আন্দোলনে ও মানুষের পাশে ফিরে আসতে পারেন।