English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

ই-কমার্সের চাকরি ছাড়লেন নিরব

- Advertisements -

বাংলা চলচ্চিত্রের আলোচিত্র নায়ক নিরব। অভিনয় নিয়েই তার ব্যস্ততা। তবে সম্প্রতি অভিনয়ের পাশাপাশি একটি ই-কমার্স প্ল্যাটফর্মে জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর তা ছেড়ে দিয়েছেন এই অভিনেতা।

নিরব নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাকরিটা আমি আর করছি না। ইতোমধ্যেই ছেড়ে দিয়েছি। কারণ হিসেবে যদি বলতেই হয়, তাহলে বলব, এখন থেকে শুধু অভিনয়েই মনোযোগ দিচ্ছি। হাতে অনেক গুলো সিনেমার স্ক্রিপ্ট। পাশাপাশি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তাছাড়া বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের বিরুপ ধারণা হওয়াতেও এমনটা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আপাতত কিছু ভাবার সুযোগ নেই।

উল্লেখ্য, বর্তমানে নিরব বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। একইসঙ্গে তার কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। করোনার খরা কাটিয়ে দেশজুড়ে ৩৬টি সিনেমা হলে সম্প্রতি মুক্তি পেয়েছে নায়ক নিরব, রোশান ও বুবলী অভিনীত ছবি ‘চোখ’। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘চোখ’ পরিচালক আসিফ ইকবাল জুয়েলের প্রথম চলচ্চিত্র।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d1zz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন