English

34 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ঈদের ৬ষ্ঠ দিনের দুই একক নাটক

- Advertisements -

ঈদের ৬ষ্ঠ দিন বৈশাখী টিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বউ সেটিং’। নাটকের গল্পে দেখা যায়- ঘরের বউদের নিয়ে নানা সমস্যা। কোন স্বামীই ১০০ ভাগ সুখী নয়। বউদের অত্যাচারে অতিষ্ঠ। ঘরের বউদের সুখী করার সমাধান কেউ পায় না। আর সেসব সমস্যার ম্যাজিকের মতো সমাধান করে দেয় নাটকের প্রধান চরিত্র মোশাররফ করিম।

Advertisements

অন্যের ঘর সমাধান করেন যিনি সেই মোশাররফ করিমের ঘরেই দেখা দেয় চরম অশান্তি। বউয়ের ভয়ে তিনি তখন দৌড়ের ওপর। অভিনয় করেছেন- মোশাররফ করিম, তানহা তাসনিয়া, শামীম জামান প্রমুখ। পরিচালনা: তাইফুর জাহান আশিক।

গল্প সংক্ষেপ: একক নাটক: ‘মন জড়াবো তোরই ঘরে’

Advertisements

ঈদের ৬ষ্ঠ দিন বৈশাখী টিভিতে রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মন জড়াবো তোরই ঘরে’। নাটকের গল্পে দেখা যায়- কলেজের সিনিয়রদের র‌্যাগিংয়ের অত্যাচারে অতিষ্ঠ জুনিয়ররা। গল্পের নায়ককে যাচ্ছেতাইভাবে অপমান করে বড় ভাইয়েরা। কলেজ ক্যাম্পাসে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। ঠিক এসময়ই দৃঢ় পদক্ষেপে এগিয়ে অপরুপা এক সুন্দরী। সুন্দরীকে দেখে কোথায় যেন হারিয়ে যায় সে। মুহূর্তে ভুলে যায় র‌্যাগিংয়ের কথা।

তখন থেকেই মেয়েটির প্রেমে ফিদা হয়ে যায়। শত অত্যাচারেও কেউ তাকে পিছু ঞঠাতে পারে না। এক সময় প্রেম হয়ে যায় দু’জনের। সুখ-স্বপ্নে ভাসতে থাকে দু’জন। হঠাৎ করেই ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বসে মেয়েটি! কিন্তু কেন? সে রহস্য নিয়েই নাটক ‘মন জড়াবো তোরই ঘরে’। অভিনয় করেছেন- খায়রুল বাসার, সাদিয়া আয়মান, সতির্থ রহমান রুবেল প্রমুখ। পরিচালনা: শাহ মুহাম্মদ রাকিব।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন