English

26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
- Advertisement -

এআই প্রযুক্তির ফাঁদে অক্ষয় ও হৃতিক, গেলেন আদালতে

- Advertisements -

নাসিম রুমি: নিজেদের ছবি ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও হৃতিক রোশন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তাদের চেহারা ও কণ্ঠস্বর বিকৃত বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, হৃতিক রোশন দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন নিজের ‘ব্যক্তিত্বের অধিকার’ সুরক্ষার দাবিতে। তার দাবি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ওয়েবসাইটে তার নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে, যা গোপনীয়তা ও ব্যক্তিগত মর্যাদার লঙ্ঘন।

অন্যদিকে, অক্ষয় কুমারও একই অভিযোগে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন। জানান, এআই প্রযুক্তির সাহায্যে তার ছবি ও কণ্ঠস্বর বিকৃত করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং ভবিষ্যতে তা আরও বড় ক্ষতির কারণ হতে পারে।

শুধু হৃতিক ও অক্ষয় নন, সম্প্রতি বলিউডের আরও কয়েকজন তারকা, যেমন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, করণ জোহর ও ঋষভ শেঠিও নিজেদের ব্যক্তিগত অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/96dn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন