English

26.8 C
Dhaka
শনিবার, আগস্ট ৩০, ২০২৫
- Advertisement -

‘এখনও পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই’

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় অভিনেতা আফরান নিশো জানালেন, আলো-ঝলমলে ক্যারিয়ারের ভিড়ে তিনি এখনও খুঁজে নেন সাধারণ জীবনের স্বাদ। তার ভাষায়, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।’

দুই বছর বিরতির পর নিশো অভিনয় করেছেন ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’-তে। সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের সহজ-সরল জীবনযাপন নিয়ে অকপট কথা বলেন তিনি।

কেন এতটা সাধারণ জীবন বেছে নেন—এমন প্রশ্নে নিশো বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল।নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।’

তার মতে, নায়ক বা পারফর্মার হয়ে অতিরিক্ত হাইপ তৈরি করা, সর্বক্ষণ প্রটোকলের আড়ালে থাকা একেবারেই অপ্রয়োজনীয়। নিশোর ভাষায়, ‘হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়।

আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।

৪ সেপ্টেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/88xq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন