English

28 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
- Advertisement -

এখন জীবনকে উপভোগ করছি: এ আর রহমান

- Advertisements -

নাসিম রুমি: ভারতের অস্কারজয়ী সুরকার, সংগীত পরিচালক এ আর রহমান। মেধা ও পরিশ্রম গুণে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ব্যক্তিগত জীবনে ঘর বাঁধেন সায়রা বানুর সঙ্গে। এ দম্পতির তিন সন্তান। দুই মেয়ে খাতিজা রহমান, রহিমা রহমান ও ছেলে আমিন রহমান।

গত বছরের শেষের হঠাৎ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন এ আর রহমান। এমন ঘোষণায় হতভম্ব হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। এবার জীবন নিয়ে নতুন উপলদ্ধি ও সিদ্ধান্তের কথা জানালেন এ আর রহমান।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, “অনেক সময়, আপনি সব পরিকল্পনা করবেন এবং তা বাতিল হয়ে যাবে। কখনো কখনো সব কিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি জলের মতো প্রবাহিত হই; যে পাত্রে রাখা হয়, তারই আকার ধারণ করি। কাজও আসে নিজের ছন্দে, নিজের নিয়মে। ঈশ্বরের সময়চক্রে আমার জন্য আলাদা একটি পথ থাকে।”

সাফল্যের শিখরে থেকেও আত্মসন্ধানী অস্কারজয়ী এই সুরকার অকপটে স্বীকার করেছেন—কর্মজীবনের শুরুতে কাজের পেছনে ছুটতে ছুটতে জীবনের অনেক মূল্যবান অনুভূতি হারিয়ে ফেলেছিলেন। তার ভাষায়, “আমি আগে উন্মাদের মতো ছিলাম; দিন-রাত কাজ করতাম। আপনি যখন অতিরিক্ত কাজ করবেন, তখন জীবন মিস করবেন।”

পরিকল্পিতভাবে কাজ কমিয়ে দিয়েছেন এ আর রহমান। তা উল্লেখ করে এই শিল্পী বলেন, “আমি কাজ কমিয়ে দিয়েছি, এখন আমি জীবনকে উপভোগ করছি। নতুন কিছু শিখতে পারি, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি এবং কাজও করতে পারি।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b1tc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন