English

16 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- Advertisement -

এত জনপ্রিয়তা আমার প্রাপ্য নয়: শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশাহ শাহরুখ খানকে এক ঝলক দেখা পাওয়ার জন্য হন্যে খোঁজেন কোটি কোটি মানুষ। অথচ সেই শাহরুখ খানই যদি হঠাৎ বলে ওঠেন— এত সাফল্য, এত জনপ্রিয়তা তার প্রাপ্য নয়, তা হলে তো হতবাক হতেই হয়। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিং খান এমন কথাই বলেন।

একটি অনুষ্ঠানে জীবনদর্শন নিয়ে বলতে গিয়ে শাহরুখ খান বলেন, আমি খুবই সাধারণ পরিবারে বড় হয়েছি। তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি। ছোটবেলা থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল। তাই আজ আমি যেখানে আছি, তা একমাত্র আমার সাফল্য নয়; একার দ্বারা সম্ভবও ছিল না। বরং অনেক মানুষের সাহায্যেই এ জায়গাটা করতে পেরেছি। তাই মনে করি— এই সাফল্য আমার প্রাপ্য নয়; বরং যারা আমাকে এগিয়ে দিয়েছি, তাদেরও।

শাহরুখ আরও বলেন, কখনো যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। তা হলেই এগিয়ে যাওয়া সম্ভব।

বাদশাহ বলেন, আমার একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কাঁদতাম। প্রথমে মনে হতো— এই পৃথিবীর সব লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টি এটি নয়। নিজের ভুলগুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন