মালয়েশিয়া থেকে দেশে ফিরেই পুরোদমে কাজ শুরু করেছিলেন ফারিয়া শাহরিন, করোনার সময় সবকিছু স্তব্ধ হয়ে যায়। তবে দেশে ‘নিও নরমাল’ জীবনযাত্রায় কাজ শুরু হলে ফারিয়াও শুরু করেন কাজ। ঈদে বেশ ক’টি নাটকে কাজ করেছেন।
এবার একসঙ্গে দুই বিজ্ঞাপনে কাজ করলেন মডেল ও অভিনেত্রী ফারিয়া। বিজ্ঞাপন দুটি হচ্ছে- প্রাণ ফ্রুটো ড্রিঙ্কস এবং ভিশন স্মার্ট টিভির।
বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন নাফিজ রেজা ও মাসুদ জাকারিয়া সাবিন। এতে ফারিয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া ও এফ এস নাঈম প্রমুখ।
গত মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যটির উদ্বোধন অনুষ্ঠানে ছোট পর্দার এ তিন তারকা উপস্থিত থেকে পণ্যটির বিজ্ঞাপনে কাজ করার নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিজ্ঞাপন দুটি প্রাণ ফ্রুটোর ফেসবুক ও ইউটিউব পেজে দেখা যাচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jp9l