একজন অভ্যন্তরীণ ব্যক্তি ইউএস উইকলিকে জানিয়েছেন যে রিয়েলিটি টিভি মেগাস্টার কিম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিদের সাথে কাজ করার এই আশ্চর্যজনক সুযোগ পেয়ে অনেকটা উচ্ছ্বসিত, সেই সঙ্গে কিছুটা ভীত!
সেই সূত্র আরো জানিয়েছে, “হরর অ্যান্থলজি সিরিজে কিমের ভূমিকা কঠিনভাবে গোপন রাখা হয়েছে। তবে এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে ভক্তদের দেখিয়ে দিতে উন্মুখ হয়ে আছেন কিম। তিনি আগেও অভিনয় করেছেন, তবে এই চ্যালেঞ্জটি তাকে নতুন করে উপস্থাপন করবে ভক্তদের কাছে।”
এদিকে রায়ান মারফি হলিউড রিপোর্টারকে ‘আমেরিকান হরর স্টোরি’র ১২তম সিজনে কার্দাশিয়ানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তিনি এবং রবার্টস এই প্রকল্পে কিমকে সহযোগিতা করতে প্রস্তুত। তার মতে, কিম বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন তারকাদের মধ্যে একজন এবং তাকে এই পরিবারে স্বাগত জানাতে পেরে সকলে রোমাঞ্চিত।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/23h7