English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

ঐশ্বরিয়াকে পেতে যে নায়িকাকে ঠকান অভিষেক!

- Advertisements -

নাসিম রুমি: অভিষেক কিন্তু ঠকাচ্ছেন— সাবধান করেছিলেন বন্ধু বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু কে শোনে কার কথা— অন্ধ প্রেম, শুনতে চাননি বলিউডের সুন্দরী নায়িকা। ফলও পেয়েছিলেন হাতেনাতে। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার প্রেমে পড়ে সেই নায়িকাকে কার্যত ছুড়ে ফেলে দিয়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বলিউডের অন্দরে এই গালগল্প নিয়ে আজও হয় চর্চা। কে ছিলেন সেই নায়িকা?

আসামের স্বাধীনতা সংগ্রামীর পরিবারে জন্ম নেওয়া অভিনেত্রীর নাম দীপান্বিতা শর্মা। তিনি মডেলিং দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। কিছু দিনের মধ্যেই মেলে অভিনয়ের সুযোগ। আর এ অভিনয়ের সুবাদেই আলাপ হয় অভিষেক বচ্চনের সঙ্গে।

জানা গেছে, দীপান্বিতাকে দেখার পরেই নাকি প্রেমে পড়ে যান অভিষেক। তবে পুরো দুনিয়ার সামনে প্রেম স্বীকার করতে রাজি হননি তিনি। প্রথম দিকে বিষয়টি নিয়ে আপত্তি ছিল না দীপান্বিতার। তবে হঠাৎই তাদের সম্পর্কের মাঝে আগমন ঘটে তৃতীয় ব্যক্তির। আর সেই ব্যক্তি কেউ নন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

অভিষেকের জন্মদিনে একবার বড় পার্টির প্ল্যান করেছিলেন দীপান্বিতা। অভিনেতা যাননি। জানিয়েছিলেন বাবা অমিতাভ নাকি অসুস্থ। তবে সেদিনই নিজের বাড়িতে জন্মদিনের পার্টি দিয়েছিলেন এ তারকা। আর সেই পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যেখানে আমন্ত্রিত ছিলেন না দীপান্বিতা।

এদিকে একসঙ্গে মডেলিং শুরু করেছিলেন বিপাশা বসু ও দীপান্বিতা। একরুমে থাকতেন ক্যারিয়ারের প্রথম দিকে। ঐশ্বরিয়ার প্রতি ক্রমেই যে দুর্বলতা বাড়ছে অভিষেকের, সে বিষয়ে দীপান্বিতাকে সাবধানও করেছিলেন অভিনেত্রী। তবে ওই যে প্রেম অন্ধ! তা মানে না কোনো হিসাব!

সম্পর্কের শেষ সুতাটুকুও ছিৎড়ে যায় যখন গুরুর প্রিমিয়ারে সবার সামনে ঐশ্বরিয়াকে প্রপোজ করে বসেন অভিষেক। বিশ্বসুন্দরীও সাড়া দেন। নিঃশব্দে সরে যান দীপান্বিতা।

পরে এক সাক্ষাৎকারে অভিষেকের সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে অতীত খুঁড়তে চাননি দীপান্বিতা। শুধু বলেছিলেন সংসার নিয়ে আমি সুখী আছি। অতীত নিয়ে নেই কোন ভাবনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o05n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন