বলিউডে অনেক তারকাই ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে এমন কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দেন, যা পরবর্তীতে ব্লকবাস্টার হিট হয়ে যায়। পরে অনেকেই সেই সিদ্ধান্তে আফসোসও করেন। এমনই এক অভিজ্ঞতা রয়েছে জনপ্রিয় অভিনেতা গোবিন্দর। তিনি ফিরিয়ে দিয়েছিলেন একটি বড় প্রজেক্ট, যা পরবর্তীতে অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম সফল ছবিতে পরিণত হয়।
গোবিন্দ তার ক্যারিয়ারে কমেডি, অ্যাকশন, রোমান্স কিংবা সিরিয়াস—সব ধরনের চরিত্রেই দর্শকদের অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। তবে খুব কম মানুষই জানেন, তিনি সুভাষ ঘাই পরিচালিত ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি ‘তাল’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর ও অক্ষয় খান্না অভিনীত এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায়। শুধু তাই নয়, এর সঙ্গীতও ব্যাপক জনপ্রিয় হয়, যা এখনো সমানভাবে শ্রোতাদের কাছে প্রিয়।
আইএমডিবি’র তথ্যানুসারে, প্রথমে ছবির জন্য অনিল কাপুরের চরিত্রটি অফার করা হয়েছিল আমির খানকে। তবে চিত্রনাট্য ভালো না লাগায় তিনি কাজটি করেননি। এরপর সেই চরিত্রের প্রস্তাব যায় গোবিন্দর কাছে। কিন্তু তখন তিনি ব্যস্ত ছিলেন ‘হাসিনা মান জায়েগি’ ছবির শুটিংয়ে। অবশেষে চরিত্রটি পান অনিল কাপুর, আর সেটিই হয়ে ওঠে তার ক্যারিয়ারের একটি বড় টার্নিং পয়েন্ট।
১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘তাল’ বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি টাকা আয় করে। গোবিন্দর ফেলে দেওয়া এই ছবিই অনিল কাপুরের জন্য হয়ে ওঠে বক্স অফিসে সুপারহিট ও ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।