English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

ঐশ্বরিয়া জানালেন মেয়েকে কোন শিক্ষায় বড় করছেন

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি আবু ধাবিতে কন্যাকে সঙ্গে নিয়েই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের সাবেক বিশ্বসুন্দরীকে ঐশ্বরিয়া।সেই অনুষ্ঠানে উপস্থিত এক নারী সাংবাদিক ঐশ্বরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাংবাদিক জানতে চান মা হিসেবে ঐশ্বরিয়া তার সন্তানকে কী পরামর্শ দেন।

অভিনেত্রী বলেন, ‘আপনিও (সাংবাদিক) কিন্তু একজন মা। আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমরা সকলে মানুষ। বসে বসে পরস্পরকে এই নিয়ে পরামর্শ দিয়ে কোনও লাভ নেই। এর কোনও নিয়মাবলি নিয়ে আমাদের জন্ম হয় না। কোনও রকমের নিয়মকানুন হয় না। মিয়েকে শুধু বলেছি জীবনে এমন কোন কিছু করবেনা, যাতে সমাজের কাছে পরিবারের সন্মান ক্ষুন্ন হয়। মেয়ের প্রতি আমার গভীর বিশ্বাস আছে। সে পরিবারের সন্মান ধরে রাখবে।

ঐশ্বরিয়া আরও বলেন, আপনি আপনার মতো করে নিজের সন্তানকে বড় করুন। আপনি নিজেই একজন অসাধারণ মা। আপনাকে ও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।

একই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ঐশ্বরিয়াকে। উত্তরে অভিনেত্রী বলেন, ও আমার মেয়ে। আমার সঙ্গে সব জায়গায় যেতে পারে।

২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে করেন এই তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে প্রথম সন্তানআরাধ্যা বচ্চন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটে ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি চিড় ধরেছে!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/obds
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন