নাসিম রুমি: কাজের সূত্রে দুবাইয়ে বসবাস করছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সন্তান ফারদিন এহসান। এদিকে বাবা ওমর সানী অভিনয়ের বাইরে বাংলাদেশে থেকে রেস্টুরেন্ট ব্যবসা করছেন। অন্যদিকে, চিত্রনায়িকা মৌসুমী কয়েক বছর হলো একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সম্প্রতি সৌদির জেদ্দাতে গেছেন ওমর সানী। সেখানে ফারদিনও তার ব্যবসায়িক কাজে গেছেন। আর ওখানেই দুই বছর পর বাবা-ছেলের দেখা হয়েছে। তারা একসঙ্গে ওমরাহ পালনও করেছেন! ছেলে ফারদিনের সঙ্গে দেখা ও ওমরাহ পালনের বিষয়টি ওমর সানী তার পেজে পোস্ট করেছেন, যা আবেগী করেছে নেটিজেনদের।
ওমর সানীর পোস্ট করা একটি রিলসে দেখা যায় তিনি কান্না জড়িত কণ্ঠে বলছেন, আমার ছেলে ফারদিন দুই বছরের অধিক সময় বাংলাদেশের বাইরে। ও দুবাইতে অসাধারণ কাজ করছে। জেদ্দাতে ওর সঙ্গে একটা মিলনমেলা হলো। লাভ ইউ বাবা। তোমার কান্না চোখ আমাকে মুগ্ধ করেছে। ভালো থাকিস বাবা। তুই যেন সবসময় সুখে শান্তিতে থাকিস বাবা। আমার এই ফিলিংস বলে বোঝাতে পারবো না।
সবার উদ্দেশে সানি বলেন, ওর জন্য দোয়া করবেন। ও ওমরাহর জন্য আসছে। ও যেন নিরাপদে থাকে, আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ ও শান্তিতে রাখে।
অন্য একটি ভিডিওতে ওমর সানী বলছেন, ফারদিন এবং আমার একটি ছবি দিয়েছিলাম ওর মা মৌসুমীকে। সে বললো, আমাদের একসাথে দেখে অঝোরে কান্না করছে। আমাদেরকে সে অনেক বেশি মিস করছে।
আরেকটি ভিডিওতে জুমার নামাজে যাওয়ার আগে ওমর সানী বলছেন, জেদ্দাতে আমার ছেলেকে নিয়ে জুমার নামাজে যাচ্ছি। এর চেয়ে বড় শান্তির কিছু নাই। মৌসুমী তোমার ছেলেকে নিয়ে জুমার নামাজে যাচ্ছি।
পাশ থেকে ফারদিন বলেন, আম্মু আই লাভ ইউ, তোমাকে অনেক মিস করছি। সবচেয়ে বেশি তোমাকে আর ফাইজাকে মিস করছি।
