তবে সিনেমাটি নির্মাণের ঘোষণা ইতোমধ্যেই দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। আর প্রথম দুই কিস্তির প্রধান চরিত্র অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়েই তৈরি হবে ‘হেরা ফেরি ৩।’ তবে কবে আসবে সিনেমাটি? এ প্রসঙ্গে নির্দিষ্ট তথ্য দিলেন অভিনেতা পরেশ রাওয়াল। ‘হেরা ফেরি ৩’ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘হেরা ফেরি ৩ আগামী বছরই আসবে।
তাঁর অভিনয় দেখলে উনি ওই সিনেমায় যা যা করেছিলেন আমিও তাই তাই করতাম। সেখান থেকে বেরিয়ে নতুনত্ব কিছু দিতে পারতাম না। সিনেমার গল্পটা দারুণ। দাদু আর নাতির যে সম্পর্ক, যে ইমোশনাল টান সেটা এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। পরিবারের সবার সঙ্গে দেখার মতো একটা সিনেমা।’
আগামীতে পরেশ রাওয়ালকে একাধিক চলচ্চিত্রে দেখা যাবে। একাধিক সিক্যুয়েলে ফিরছেন অভিনেতা। যার মধ্যে অন্যতম হল ‘হেরা ফেরি ৩’। সিনেমাটিতে তিনি আবার বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে অভিনয় করবেন। এরপর ‘ওয়েলকাম ৩’তে তাকে দেখা যাবে ডক্টর ঘুংরুর চরিত্রে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y2xc
