নাসিম রুমি: স্ত্রী ও প্রেমিকাদের সঙ্গে জুটি বাঁধা মোটেই খুব একটা সমীচীন নয়। মনে করেন সইফ আলি খান। প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে কোনও ছবি করেননি সাইফ, কিন্তু করিনার সঙ্গে রয়েছে তাঁর একাধিক ছবি। তা-ও কেন এমন বললেন অভিনেতা?
বিয়ের আগে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সইফ আর করিনা। তাঁদের রসায়নও প্রশংসিত হয়েছিল। কিন্তু বিয়ের পর আর তাঁরা জুটি বাঁধেননি। সইফই নাকি চান না, স্ত্রীর সঙ্গে এক পর্দায় কাজ করতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কাজ করতে গিয়ে অনেক সময় ‘সৃজনশীল সংঘাত’ লাগার সম্ভাবনা থাকে। স্ত্রী বা প্রেমিকার সঙ্গে ছবিতে কাজ করতে গেলে ছবির সৃজনশীল ভারসাম্যও নষ্ট হয় বলে মনে করেন সইফ।
ছবিতে সহ-অভিনেতাদের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা বজায় রাখতে পছন্দ করেন সইফ। নিজেকেই নিজে বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পছন্দ করেন তিনি। এই পরিবেশে তিনি স্ত্রীকে জড়াতে চান না। সে ক্ষেত্রে কাজের উপর প্রভাব পড়ে বলে মনে করেন। স্ত্রী বা প্রেমিকা অথবা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এমন মানুষের সঙ্গে কাজ করলে তিনি অতিরিক্ত স্বচ্ছন্দ হয়ে যান। যার ফলে কাজ করার উদ্যমের উপর প্রভাব পড়তে থাকে। কিন্তু পেশাদার সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করলে, নিজের কাজ করার উদ্যম দ্বিগুণ হয়ে যায়। তখন অভিনয়ে নিজের একশো শতাংশ দেওয়ার খিদে বেড়ে যায়। এই একই কারণে পেশার থেকে নিজের ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ আলাদা রাখতে পছন্দ করেন সইফ।
‘এলওসি কার্গিল’, ‘ওমকারা’, ‘টশন’, ‘রোডসাইড রোমিয়ো’, ‘কুরবান’, ‘এজেন্ট বিনোদ’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সাইফ ও করিনা।