English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

করোনাভাইরাসে আক্রান্ত শাওন

- Advertisements -

অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন শাওন।  শুক্রবার দুপুরে শাওন বলেন, ‘আমার কভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।’

শুক্রবার  সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘পজিটিভ।’  তারপর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্যের ঘরে তার  দ্রুত সুস্থ হয়ে উঠার প্রার্থনা করছেন।

গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তখন করোনার হাত থেকে বাঁচলেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হলেন তিনি।

এদিকে শাওনের গাওয়া ঈদুল আজহা উপলক্ষে ‘নিশা লাগিলোরে’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে।  গানটিতে চঞ্চল চৌধুরীও কণ্ঠ দেন। হাছন রাজার কালজয়ী এ গানের সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গত ১৯ জুলাই ইউটিউবে মুক্তি পায় গানটি। গানটি দারুণ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতা মহলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yep5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন