করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। সঙ্গে তার
শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।
সোহেল রানা বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। মাশরুর পারভেজ জানান, আব্বু করোনামুক্ত হয়েছেন। গতকাল (৬ জানুয়ারি) রাতে তাকে হাসপাতালটির সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। তিনি বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখন খুব হালকা লাগছে সত্যি বলতে। খুব চিন্তায় ছিলাম। আশা করছি আব্বুকে দ্রুতই বাসায় নিয়ে যেতে পারবো। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাশি ছিলো। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1iou

Alhamdulillah. Allahor kache onek dhonnobad apnake amader majhe sustho vabe firie diechen. Apnar jonno Ahsania mission e dowa kora hoieche. Dowa korte thakbo Inshallah . Jara desher jonno juddho korechen desher manushke jara valobasen trader aroggho suniscit.
Allah o tar Rasul tader k cinen abong tader k valobashen.
Apnar akjon bokto and colocitro projojok Md fokrul hossain