৩ মার্চ করোনার টিকা নিয়েছেন ফরিদা আক্তার ববিতা। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে টিকা নেওয়ার পর কোনো সমস্যা হয়নি অভিনেত্রীর। তবে ববিতার টিকা নেওয়ার খবরে অবাক তাঁর ছেলে অনীক ইসলাম। কানাডায় অবস্থানরত অনীক মজা করে মাকে বলেন, ‘তুমি ঢাকাতে বসেই এর মধ্যে টিকা পেয়ে গেলে, আমাদের এখানে (কানাডা) তো টিকার খবর নেই।’
ববিতাও ঠাট্টা করে ছেলেকে টিকা নিতে দেশে আসতে বলেন, ‘তুমি ঢাকা এসে টিকা নিয়ে নাও, এরপর আবার কানাডায় যেও।’ মজা করে ছেলেকে কথাগুলো বললেও কানাডার মতো উন্নত দেশের আগেই যে বাংলাদেশ সুন্দরভাবে করোনা টিকা পাওয়ার ব্যবস্থা করেছে সে জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ ববিতা, ‘সব কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রীর।’
টিকা নেওয়ার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও কোনো সমস্যা হয়নি বলে জানান ‘অশনি সংকেত’ অভিনেত্রী।