প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিল কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের বাবাকে। কোনালের বাবা মনির হোসেন মন্টু করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
কোনালের জীবনসঙ্গী মনজুর কাদের জিয়া গণমাধ্যমকে জানান, গত দেড় সপ্তাহ ধরে করোনার সাথে লড়াই করছিলেন মনির হোসেন। শ্বাসকষ্ঠ তীব্র হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করতে তিনি জিততে পারেননি। ঢাকা থেকে কোনালের বাবার মরদেহ মানিকগঞ্জের সিঙ্গাইরে নেওয়া হচ্ছে। সেখানে মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মনির হোসেন মন্টু পরিবারসহ দীর্ঘদিন ধরেই কুয়েতে অবস্থান করছিলেন। সেখানে তিনি বাঙালি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ঋতুরঙা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সেক্রেটারি এবং কুয়েতের বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি। প্রয়াত মনির হোসেনের জন্য সবার দোয়া চেয়েছে কোনালের পরিবার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nl2y
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন