English

31 C
Dhaka
মঙ্গলবার, জুন ৬, ২০২৩
- Advertisement -

কানে দেখানো মানেই ভালো সিনেমা নয়: নওয়াজউদ্দিন

- Advertisements -

নাসিম রুমি: কান চলচ্চিত্র উৎসবে দেখানো মানেই ভালো সিনেমা নয় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার মতে, কানে একটি ছবি সাড়া ফেললেও সেটির বাণিজ্যিক সাফল্যের বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

Advertisements

নিজের ছবির উদাহরণ টেনে তিনি বলেন, ২০১২ সালে আমার ছবি ‘মিস লাভলি’ কানে সমালোচকদের বাহবা পেয়েছিল, কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সুবিধা করতে পারেনিে।

এ অভিনেতা আরও বলেন, যত ছবি কানে দেখানো হয়, সবগুলোই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া ছবি নয়। কেউ চাইলে এ উৎসবে প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে নিজেদের লোকজনকে ছবি দেখাতে পারেন। তারপর বলতেই পারেন, তাদের ছবি কান উৎসবে দেখানো হয়েছে।

নওয়াজউদ্দিন বলেন, নিজের মতো রেড কার্পেট বিছিয়ে নিন, নিজের কিছু লোকজন জড়ো করুন। ছবি তুলুন। নিজের লোকজনকেই ছবি দেখান। তারপর ফিরে এসে বলুন, আপনার ছবি কানে দেখানো হয়েছে। ব্যস, হয়ে গেল।

Advertisements

নওয়াজ়ের অনেক ছবি আনুষ্ঠানিকভাবে কানে দেখানো হয়েছে। শুরু হয়েছিল ২০১২ সালে ‘মিস লাভলি’ দিয়ে। এরপর ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’ এর মতো ছবিও রয়েছে সেই তালিকায়।

চলতি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় দুই চলচ্চিত্র অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ও কানু বহেলের ‘আগরা’ প্রদর্শিত হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন