অনেকদিন ধরেই তিনি একা, কার সঙ্গে সম্পর্কে জড়াননি। কখনও কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ-এ ঢুঁ মেরেছেন অভিনেত্রী?, এমন প্রশ্ন করতেই রেগে গেলেন কঙ্গনা।
এ ধরণের অ্যাপে নাকি কঙ্গনার ভরসা নেই। ডেটিং অ্যাপকে তুলনা করেন নর্দমার সঙ্গে।
বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তিনি বলেছেন, ‘আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটা খুবই ভয়ানক।’
যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও নাকি ঘেন্না পান কঙ্গনা।
শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বলেও মনে করেন তিনি। পরিবার থেকে সম্বন্ধ করে বিয়ে করার পদ্ধতিও সমর্থন করেন।
তার কথায়, ‘অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন। আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। রাজ্যের যত অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন এখানে, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন!’