English

29 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
- Advertisement -

কী বললেন শাহরুখ?

- Advertisements -

নাসিম রুমি: নিন্দুকেরা বলেছেন, শাহরুখ খানের ক্যারিয়ার শেষের পথে। আর তাঁর ব্যর্থতার সিরিজে এবার জুড়তে চলেছে ‘পাঠান’-এর নাম। বয়কটা গ্যাং থেকে বিজেপিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন উঠেপড়ে লেগেছিল ‘পাঠান’-এর গায়ে ফ্লপের তকমা লাগিয়ে দিতে। কিন্তু কিং খানের দাপটের কাছে সবকিছু পরাস্ত হয়েছে। তিনি প্রমাণ করলেন, সিনেমার কোনো জাত বা রং নেই। আর ৫৭ বছর বয়সেও যে স্বপ্ন পূরণ করা যায়, তা-ও কিং খান প্রমাণ করলেন।

Advertisements

৩২ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর তাঁর অ্যাকশন হিরো হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। শুধু তা–ই নয়, বলিউডের ইতিহাসে ‘পাঠান’ রোজ নতুন নতুন ইতিহাস রচনা করেছে। এই ছবি এখন হিন্দি ছায়াছবির দুনিয়ায় সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি হিসেবে নাম লিখিয়ে ফেলেছে। কিং খান সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে এই সাফল্যের কথা ভাগ করে নিয়েছেন।

সারা দুনিয়াজুড়ে কিং খানের অ্যাকশনধর্মী ছবি ‘পাঠান’ ৮৮৮ কোটির বেশি আয় করেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খানের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ‘পাঠান’-এর আশাতীত সাফল্যে শাহরুখ দারুণ উচ্ছ্বসিত। যশরাজ ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে বলিউডের বাদশা বলেছেন, ‘আমি শুধু অ্যাকশন হিরো হতে চেয়েছিলাম। এত দিনে আমার স্বপ্ন পূরণ হলো। ৩২ বছর আগে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম শুধু অ্যাকশন হিরো হব বলে। কিন্তু তা হয়নি। কারণ, আমাকে অ্যাকশন হিরোর বদলে রোমান্টিক হিরো বানিয়ে দিয়েছে তারা।’

Advertisements

শাহরুখ খান ওই ভিডিওতে জানিয়েছেন যে ‘পাঠান’ ছবির সঙ্গে জড়িত সবাই এই সাফল্যের দাবিদার। কিং খান বলেছেন, ‘এটা সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবি। এই ছবিটা আমার হৃদয়ের খুব কাছের। আমি মনে করি, এই ছবিটা বানানো হয়েছে অসংখ্য মানুষের অফুরান ভালোবাসা দিয়ে। আশা করি, আপনারা এই লার্জার দেন লাইফ ছবিটি উপভোগ করেছেন। এটা সেই ছবি, যা আপনারা বড় পর্দায় দেখতে চেয়েছিলেন।’

কিং খান আরও বলেছেন, ‘আমি মনে করি, এই ঘরানার ছবি সিদ্ধার্থের থেকে ভালো কেউ বোঝে না। আমি প্রথমবার তার সঙ্গে কাজ করলাম। এই ধরনের সিনেমা কীভাবে বানাতে হয়, তা সিদ্ধার্থ খুব ভালোভাবে জানে। সিদ্ধার্থ যে দুনিয়াটা গড়ে তুলেছে, তা আমার অত্যন্ত প্রিয়।’ ‘প্রযুক্তিগত দিক থেকে এই ছবি অনেক এগিয়ে। এই ছবির লোকেশন দুর্দান্ত, গান সুন্দর, মানুষেরাও সুন্দর। আর অ্যাকশন দুর্দান্ত’, বললেন শাহরুখ খান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন