English

26 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

‘কৃশ ৪’ নিয়ে ফিরে আসার আভাস হৃতিক রোশনের

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা হৃতিক রোশন প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার বিখ্যাত ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি কৃশ ৪-এর মাধ্যমে পরিচালনায় আসছেন তিনি। এ ছাড়া তিনি এ সিনেমায় একাধিক চরিত্রে অভিনয় করারও পরিকল্পনা করছেন।

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্ত-অনুরাগীদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিজের জন্মদিনে ‘কৃশ ৪’ নিয়ে বড় ইঙ্গিত দেন এ অভিনেতা। শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছরে পা দেন হৃতিক রোশন। বিশেষ এই দিনেই সিনেমাটিতে ফেরার আভাস দিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে হৃতিক রোশন নিজের শরীরচর্চার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, জিমের পোশাকে শরীরচর্চায় ব্যস্ত অভিনেতা। তবে সবার নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে বাজছিল ‘কৃশ’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। ভিডিওর একদম শেষপর্যায়ে হৃতিক রোশন ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই পরিচিত মাস্ক বা মুখোশটি দেখান। তবে লিখিতভাবে কোনো ঘোষণা না দিলেও এ বার্তা নতুন সিক্যুয়েলেরই ইঙ্গিত, যা নিয়ে এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন চলছে।

‘কৃশ ৪’ নিয়ে গত বছর থেকেই জল্পনা-কল্পনা চলছিল। এর আগে বর্ষীয়ান অভিনেতা-পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুত থাকলেও মূলত বিশাল বাজেটের কারণেই সিনেমার কাজ শুরু করতে দেরি হচ্ছিল। বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে। যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হতে যাচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4y5b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন