English

27.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

কেন আলিয়ার সঙ্গে সিনেমার প্রস্তাব ফেরালেন শাহরুখ?

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খান মানেই ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে নিঃসন্দেহে বলিউডের বর্তমান প্রজন্মের সব থেকে দক্ষ অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক সিনেমায় ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। আর তার সঙ্গেই কিনা বিগ বাজেট কাজের প্রস্তাব নাকচ করে দিলেন বলিউড বাদশা।

বছর চারেক বিরতি নেওয়ার পর শাহরুখ এখন কন্টেন্টের ক্ষেত্রে ভীষণ সচেতন। আগে ভাগেই কিং খান জানিয়ে দিয়েছেন যে, বিরতির চার বছরে তিনি ভালোভাবে দর্শকদের নাড়িরস্পন্দন পরখ করেছেন। দর্শক টানতে মাস ফিল্মের সঙ্গে মজবুত কন্টেন্ট দরকার। অতঃপর যত বিগ বাজেট সিনেমাই হোক না কেন, শাহরুখ যে বর্তমানে কন্টেন্ট এবং সিনেমায় তার চরিত্র নিয়ে বেশ সচেতন, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, এবার ম্যাডক ফিল্মস-এর পক্ষ থেকে তাদের সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘চামুণ্ডা’র প্রস্তাব ফেরালেন শাহরুখ। যে ছবির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। কিন্তু কেন এই প্রস্তাব নাকচ করলেন বাদশা?

বলিউড মাধ্যম সূত্রে খবর, পরিচালক অমর কৌশিক এবং প্রযোজক দীনেশ বিজন আলিয়া ভাটের ‘চামুণ্ডা’র প্রস্তাব নিয়ে শাহরুখের কাছে গিয়েছিলেন। কিন্তু চলতি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে নারাজ বলিউড সুপারস্টার। অতঃপর পত্রপাঠ সেই বিগ বাজেট প্রস্তাব বিদায় করেছেন তিনি।

শাহরুখ নাকি জানিয়েছেন, একেবারে আনকোরা নতুন কোনও বিষয় থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে। ম্যাডক ফিল্মস এবং অমর কৌশিক জুটির হরর-কমেডি ইউনিভার্স ইতিমধ্যেই সফল। তাই নতুন করে চলতি ফ্র্যাঞ্চাইজিতে পা দিতে নারাজ তিনি। ভবিষ্যতে যদি নতুন কোনও বিষয় নিয়ে তারা সিনেমা করেন, তাহলে চিত্রনাট্য নিয়ে যোগাযোগ করতে পারেন। যেখানে এক্সপ্লোর করার বিষয় থাকবে। তাই সেই প্রজেক্টে আপাতত শাহরুখকে কাস্ট করার ভাবনা ঝেড়ে ফেলে অন্য কোনও তারকার কথা ভাবা শুরু করেছে প্রযোজনা সংস্থা। তবে বাদশার সঙ্গে কাজের আশা ছাড়েনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ex6s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন