নাসিম রুমি: এখন যেখানে শুধু বলিউড নয়, টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও হয়ে উঠেছেন ভীষণ সাহসী, সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেখানে অন্যান্যদের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকাও।
এই ছবির একটি গানে রেট্রো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু একাধিক ওয়েব সিরিজ, সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করলেও আজ পর্যন্ত কেন স্বস্তিকাকে দেখা যায়নি কোনও ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে? সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, আমি এখনও পর্যন্ত অনস্ক্রিন চুমু খাইনি।
আমি আমার কাজের প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। পরিচালকদের প্রথম থেকেই বলে রাখি যে আমি কোনওভাবেই চুমু খাব না।
খুব প্রয়োজন হলে তবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করব। তবে সে ক্ষেত্রেও এমন ভাবে শর্ট নেওয়া হয় যাতে মনে হয় নায়ক নায়িকা ঘনিষ্ঠ ভাবে রয়েছেন কিন্তু আদতে ততটাও ঘনিষ্ঠ হই না আমি।
