English

31.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

কেন চাচার মৃত্যু নিয়ে নীরব পরিণীতি

- Advertisements -

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চাচা (পিসে) রমন হান্ডা মারা গেছেন। সুদূর আমেরিকা থেকে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী। ‘বিগবস ১৭’খ্যাত মানারা চোপড়ার বাবা রমন হান্ডা। মানারা একাধিকবার জানিয়েছেন, তিনি প্রিয়াংকার খুবই ঘনিষ্ঠ। কিন্তু পরিবারের আরেক তারকা বলিউড সেনসেশন পরিণীতি চোপড়ার থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া। এমনকি রমন হান্ডার শেষকৃত্যেও দেখা যায়নি অভিনেত্রীকে।

প্রিয়াংকার সঙ্গে মধুর সম্পর্ক হলেও আরেক বোন পরিণীতির সঙ্গে সম্পর্ক মসৃণ নয়। ‘বিগবস্’-এ এমন ইঙ্গিত একাধিকবার দিয়েছেন মানারা নিজেই। প্রিয়াংকার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে মানারাকে দেখা গেছে। কিন্তু কখনো পরিণীতি ও মানারাকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি পরিণীতির সঙ্গে মুখে সাদৃশ্য রয়েছে, এই শুনে চটেও গিয়েছিলেন অভিনেত্রী। সে জন্যই কি মানারার বাবার শেষকৃত্যে অনুপস্থিত পরিণীতি?

ঠিক কোন কারণে পরিণীতি অনুপস্থিত, তা নিজেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করে নিয়েছেন পরিণীতি। সেই ছবি তোলা লন্ডনে। পরিণীতির অনুরাগীদের ধারণা— তিনি এ মুহূর্তে লন্ডনে রয়েছেন বলেই অনুপস্থিত শেষকৃত্যে। যদিও তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় প্রশ্ন এখনো উঠছে। তবে পরিণীতির বাবা পবন চোপড়া ও ভাই সহজ চোপড়া মানারার বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রমন হান্ডার বয়স হয়েছিল ৭২ বছর। বাবার মৃত্যুর খবর পেয়ে দিল্লিতে ছুটে গিয়েছিলেন মানারা। বিমানবন্দরেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে প্রিয়াংকা তার পিশেমশাইকে নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন— তুমি সব সময়ে আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমন পিশেমশাই, ওম শান্তি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zk9x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন