English

26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
- Advertisement -

কেন নাতনিকে বিয়ে দিতে চান না জয়া বচ্চন?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের সোনালি ইতিহাসের প্রাণকেন্দ্রে থাকা অমিতাভ-জয়া জুটির পাশে হঠাৎই তৈরি হলো বিস্ফোরক এক বিতর্কের ঝড়। অর্ধশতকেরও বেশি দাম্পত্যজীবন পার করা জয়া বচ্চন যেন জীবনের শেষপ্রান্তে এসে নতুন এক উপলব্ধির কথা বললেন, যা ভেঙে দিচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সমাজের বিধি-বিধান। বিয়ে নিয়ে নিজের ভাবনা শেয়ার করতে গিয়ে তিনি ছুড়ে দিলেন ‘বিয়ের ধারণা এখন পুরোনো’।

শুধু তাই নয়, দৃঢ় কণ্ঠে জানালেন, নিজের নাতনি নভ্যা নাভেলিকে কখনোই তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ দেখতে চান না। জয়ার এ মন্তব্যে মুহূর্তেই প্রশ্নে মুখর বি-টাউন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, জয়া বচ্চনের কথায়, জীবনকে উপভোগ করা উচিত। তিনি বলেন, ‘আমার কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে; কিন্তু আমার মতে, একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ।’

বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কি না জানতে চাইলে জয়া বলেন, ‘তিনি হয়তো বলতে পারেন যে আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল।’ উই দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কি না। অভিনেত্রী বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না।’ জয়া বচ্চন স্বীকার করেছেন, আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন।

কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পুরোনো ক্ষত কুড়ে কী আনন্দ পাবেন? আমি গত ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরোনো দেখাবে, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম।’

হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ীর। ‘এক নাজর’ ছবির শুটিংয়ের সময় দুজন একে অন্যের প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। ১৯৭৩ সালে চার হাত এক হয় অমিতাভ-জয়ার।

জঞ্জির ছবির সাফল্যের জেরেই সাত পাক ঘুরেছিলেন অমিতাভ-জয়া। তাও বাধ্য হয়ে। অমিতাভ বচ্চন পুরোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবা প্রশ্ন করেছিল কারা যাচ্ছো? জবাব শোনার পর নির্দেশ এলো আগে ওকে (জয়া) বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নিলাম।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nvq0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আইন উপদেষ্টার নতুন বার্তা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন