English

19 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

কেন মুখোশ পরে থাকতেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা?

- Advertisements -

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা খবরের শিরোনামে উঠে এসেছিলেন পর্নোগ্রাফিক ছবি তৈরির সঙ্গে যুক্ত থাকার কারণে ৷ তার বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল ছবি তৈরি করেছেন তিনি ৷ এর জন্য় বেশ কিছুদিন জেলেও কাটাতে হয়েছিল তাকে ৷ পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর থেকে মুখোশ পরে বাইরে ঘুরে বেড়ান তিনি। রেস্তোরাঁ থেকে পার্টি- সব জায়গায় নানারকম মুখোশ পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।

এমন অদ্ভুত কাণ্ড কেন করছেন রাজ কুন্দ্রা? এতদিন এ প্রশ্নের উত্তর জানা যায়নি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। রাজ কুন্দ্রা বলেন, সাধারণ মানুষের কারণে মুখোশ পরি না। আমি মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চলার জন্য এ কাজ করছি। আমাকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছে, এতে আমি খুব আহত হয়েছি। গণমাধ্যমও আইনের ঊর্ধ্বে নয়।

বুধবার (১৮ অক্টোবর) স্ত্রী শিল্পার হাত ধরে মুক্তি পেল রাজ কুন্দ্রার বায়োপিক ‘ইউটি ৬৯’-এর ট্রেলার ৷ ‘ইউটি ৬৯’-এর ট্রেলারে উঠে আসবে রাজ কুন্দ্রার জেল জীবনের ইতিবৃত্ত ৷ গ্রেফতার হওয়ার পর কেমন কেটেছিল কারাগারে দুইটি মাস ৷ কী কী শুনতে হয়েছে তাকে ? জেলের খাবার-দাবার, জীবনযাপন পুরোটাই তিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ প্রসঙ্গত, ২০২১ সালে জুলাই মাসে গ্রেফতার করা হয় তাকে ৷ এরপর সেপ্টেম্বরে তাকে জুডিশিয়াল ডিটেনশনে পাঠায় আদালত ৷ এরপরেই শুরু হয় রাজের জেলজীবন ৷ এই ছবির পরিচালক শাহনওয়াজ আলি ৷

ছবির ট্রেলারটি শেয়ার করে শিল্পা লিখেছেন, শুভকামনা রইল কুকি ৷ তুমি সাহসী ৷ আর তোমার চরিত্রের এই দিকটাই আমার সবচেয়ে ভালো লাগে ৷ তার সাহস ও দৃঢ়তারও প্রশংসা করেছেন অভিনেত্রী ৷ প্রসঙ্গত, রাজ কুন্দ্রাকে এর আগে দেখা যেত মুখোশ পরে থাকতে ৷ তার দাবি ছিল, সংবাদমাধ্যমের কর্মীদের এড়াতেই এই মুখোশ ব্যবহার করছেন তিনি ৷ এবার সেই মুখোশ খুলে অভিনেতা হিসাবে ক্যামেরার সামনে হাজির হলেন তিনি৷

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o4bj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন