English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রযোজক মারা গেছেন

- Advertisements -

নাসিম রুমি: ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার সুবাদে ঢাকাই চলচ্চিত্র পেয়েছে দুই তারকা অভিনয়শিল্পী সালমান শাহ ও মৌসুমীকে। আনন্দমেলা সিনেমা লিমিটেডের ব্যানারে তৈরি এই সিনেমার অন্যতম প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন সুকুমার রঞ্জন ঘোষ। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যও ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ। এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদান ছিল অনন্য ও স্মরণীয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/csr9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন