English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

ক্রিসমাসে মেয়ের সাথে পিয়ানো বাজালেন প্রিন্সেস ক্যাথরিন

- Advertisements -

লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত বড়দিনের বিশেষ অনুষ্ঠান ‌‘টুগেদার অ্যাট ক্রিসমাস’-এ ব্রিটিশ রাজপরিবারের বর্তমান উত্তরসূরি প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন এবং তার কন্যা প্রিন্সেস শার্লট পিয়ানো ডুয়েট পরিবেশন করেছেন।

বুধবার সম্প্রচারিত এই অনুষ্ঠানে মা ও মেয়ের এই যুগলবন্দি দর্শকদের মুগ্ধ করেছে। কেনসিংটন প্যালেস থেকে জানানো হয়েছে, স্কটিশ সংগীত প্রযোজক এরল্যান্ড কুপারের বিখ্যাত সুর ‘হোম সাউন্ড’ বাজিয়েছেন তারা। এই সুরটি মূলত প্রকৃতি, পারস্পরিক বন্ধন এবং একাত্মতার কথা বলে। উইন্ডসর ক্যাসলে গত সপ্তাহে এই বিশেষ পিয়ানো বাদনটি রেকর্ড করা হয়েছিল।

এ বছরের অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল ‘ভালোবাসা, মমতা এবং সংযোগ’। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত এই জমকালো উৎসবে বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে এবং সাধারণ মানুষের সাহায্যে অনন্য অবদান রেখেছেন এমন প্রায় ১৬শ’ অতিথি উপস্থিত ছিলেন।

রাজকীয় এই আয়োজনে প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামসহ বিখ্যাত হলিউড তারকা কেট উইন্সলেট এবং চিওয়েটেল এজিওফর বিশেষ পাঠে অংশ নেন। পাশাপাশি হান্না ওয়্যাডিংহাম এবং কেটি মেলুয়ার মতো জনপ্রিয় শিল্পীদের পারফরম্যান্সে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yidx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন