English

31.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

খেলা ভালো-মন্দ মিলিয়েই, দল খারাপ করলে মেনে নিতে হয়: অপু বিশ্বাস

- Advertisements -

টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বসেছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলাপ্রেমীদের চোখ এখন টেলিভিশনের পর্দায়। যদিও এবারের বিশ্বকাপ বাংলাদেশের জন্য হতাশার। হার দিয়ে এই মিশন শুরু করা বাংলাদেশ দল সুপার টুয়েলভে গিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছে।
এ অবস্থায় আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় দুবাইতে নিয়ম রক্ষার শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর ঠিক আগ মুহূর্তে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে মাশরাফির সঙ্গে অতিথি হয়েছেন অপু বিশ্বাস। অনুষ্ঠানের মূল উপজীব্য চলমান বিশ্বকাপ।
অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘ক্রিকেট খেলা দেখে না এমন মানুষ দেশে কমই আছে। খেলা তো এমনই হয়; ভালো-মন্দ মিলিয়ে দল খারাপ করলে মেনে নিতে হয়।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘বিগ ফ্যান’ অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশরাফি ভাইকে আমি আদর্শ মানুষ মনে করি। আমার পরিবারকেও এই মেসেজটা দেই। আমার সন্তানকেও এই নামটি বলেছি। সে (আব্রাম খান জয়) কিন্তু এই নামটা জানে। মুশফিক ভাইকে আমি গুড উইশ জানাই। যেহতেু তিনি বগুড়ার মানুষ। অলওভার ক্রিটেক টিমের জন্য শুভ কামনা রইলো। হার-জিৎ খেলারই অংশ।’
শৈশবের স্মৃতি প্রসঙ্গে অপু বলেন, ‘আমার নাম অপু। যে কারণে ছোটবেলায় অনেকে মনে করতো আমি ছেলে। আমাদের যখন খেলা হতো আমাকে মেয়েদের গ্রুপে দিতো। কিন্তু আমি ছেলেদের গ্রুপে যাওয়ার চেষ্টা করতাম। বিশেষ করে ক্রিকেট খেলার সময়। আর ক্রিকেটের মধ্যে আমার পছন্দের পার্ট হলো ব্যাট করা; বোলিং নয়।’ বাংলাদেশ যখন ভালো খেলে, মাঠে চার-ছয় মারে তখন ভালো লাগে বলেও জানান এই অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ac3n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন