English

32 C
Dhaka
মঙ্গলবার, জুন ৬, ২০২৩
- Advertisement -

গত দুই দিন আমি থমকে ছিলাম: শাবনূর

- Advertisements -

নাসিম রুমি: কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক প্রয়াত হয়েছেন। গত সোমবার (১৫ মে) সকালে মারা যান তিনি। এ খবর শুনে শোকস্তব্ধ হয়ে যান চিত্রনায়িকা শাবনূর। তাই গত দুই দিনে বিষয়টি নিয়ে কিছুই বলতে পারেননি। শুধু আনমনে ভেবেছেন, এই বিয়োগ কীভাবে মেনে নেবেন!

Advertisements

অবশেষে স্তব্ধতা কাটিয়ে বার্তা দিলেন শাবনূর। শোনালেন ফারুকের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির টুকরো কিছু অংশ। অস্ট্রেলিয়া থেকে সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া সেই বার্তায় নায়িকা বলেছেন, ‘নিউজটি শুনে গত দুই দিন আমি থমকে ছিলাম! ভাবছিলাম কী বলবো! কারণ, ঘটনাটি মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল!’

Advertisements

এরপর স্মৃতির বাক্স খুললেন শাবনূর। বললেন, “এই তো কিছু দিন আগে, মনে হচ্ছে সেদিন দেখা হলো ওনার সঙ্গে আমার! আমি তাকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, যখন উনি নির্বাচনে জয়ী হলেন। উনি আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া দিলেন আর বললেন, ‘তুই সিডনি ইন্টারন্যাশনাল স্কুল’টি খুলে সমাজের জন্যে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছিস। আমি অতি শীঘ্রই তোর স্কুল ভিজিট করতে যাবো! ওনার আর ভিজিট করা হলো না!”

শাবনূরের মতে, নায়ক ফারুককে বাইরে থেক দেখতে গম্ভীর মনে হলেও আদতে তিনি নরম মনের মানুষ। প্রবাসে স্থায়ী হওয়া এ নায়িকার ভাষ্য, ‘ওনার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি রয়েছে, যা বলে শেষ করা যাবে না! ওনাকে বাইরে থেকে অনেকেই গম্ভীর মনে করতে পারে, কিন্তু আসলে উনি তা নন! আমার সঙ্গে ওনার প্রথম দিনের শুটিংয়ের ঘটনাটি ছিল ভীষণ মজার। আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম ওনার সঙ্গে কথা বলতে। তারপর কথা বলে বুঝলাম উনি আসলে ভীষণ মজার একটি মানুষ! উনি খুব আদর করতেন আমাকে!

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন