English

20 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
- Advertisement -

‘গদর ২’র প্রচারে ভারত-পাক সীমান্তে সানি দেওল

- Advertisements -

নাসিম রুমি: ৭১সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ঐতিহাসিক পীঠস্থান। এবার সেখানেই পৌঁছে গেলেন সানি দেওল। উদ্দেশ্য, ‘গদর ২’ সিনেমার প্রচার। তারা সিং লুকেই জওয়ানদের সঙ্গে মন খুলে আড্ডা দিলেন, নাচলেন বলিউড অভিনেতা। আর পর্দার ‘তারা সিং’কে পেয়ে উচ্ছ্বসিত সীমান্তরক্ষীরাও।
ট্রেলারেই বাইশ বছর আগের ‘গদর’ ছবির স্মৃতি উসকে দিয়েছেন সানি দেওল।

এবার নতুন লক্ষ্য নিয়ে পাক মুলুকে বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছেন ‘তারা সিং’। এবারও দেশপ্রেমের পটভূমিকায় এক প্রেমকাহিনির পরিণতি পর্দায় তুলে ধরবেন তিনি। আর সেই ছবির প্রচারেই এবার ভারত-পাক সীমান্তে পৌঁছে গেলেন বলিউড অভিনেতা।

শুধু তাই নয়, কেতাদুরস্ত ফিল্মি সংলাপের পাশাপাশি সীমান্তরক্ষীদের সঙ্গেও জমিয়ে নাচ করতে দেখা গেল সানি দেওলকে।

আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘গদর ২’। স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখেই সেই সময়কে রিলিজের জন্য বেছে নিয়েছেন সানি দেওল। এবার মুক্তির আগেই পুরোদস্তুর প্রচারে নামলেন সানি দেওল। পৌঁছে গেলেন লংগেওয়ালা ভারত-পাক সীমান্তে।

সেনা-জওয়ানদের সঙ্গে সময় কাটানোর ছবি-ভিডিও নিজেই পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই দেখা গেল জওয়ানদের সঙ্গে কখনও জমিয়ে নাচছেন সানি, আবার কারও সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই ভিডিও শেয়ার করে বীর শহিদ কুলদীপ সিং চাঁদপুরির কথাও স্মরণ করেছেন সানি।

আর সানি দেওলের এমন অভিনব প্রচার দেখে খুশিতে ডগমগ নায়িকা আমিশা প্যাটেল। ক্যাপশনে লিখেছেন- “দারুণ তারা… দুর্ধর্ষ লাগছে দেখতে।”

একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ঐতিহাসিক পীঠস্থান। এবার সেখানেই পৌঁছে গেলেন সানি দেওল। উদ্দেশ্য, ‘গদর ২’ সিনেমার প্রচার। তারা সিং লুকেই জওয়ানদের সঙ্গে মন খুলে আড্ডা দিলেন, নাচলেন বলিউড অভিনেতা। আর পর্দার ‘তারা সিং’কে পেয়ে উচ্ছ্বসিত সীমান্তরক্ষীরাও।

ট্রেলারেই বাইশ বছর আগের ‘গদর’ ছবির স্মৃতি উসকে দিয়েছেন সানি দেওল। এবার নতুন লক্ষ্য নিয়ে পাক মুলুকে বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছেন ‘তারা সিং’। এবারও দেশপ্রেমের পটভূমিকায় এক প্রেমকাহিনির পরিণতি পর্দায় তুলে ধরবেন তিনি।

আর সেই ছবির প্রচারেই এবার ভারত-পাক সীমান্তে পৌঁছে গেলেন বলিউড অভিনেতা। শুধু তাই নয়, কেতাদুরস্ত ফিল্মি সংলাপের পাশাপাশি সীমান্তরক্ষীদের সঙ্গেও জমিয়ে নাচ করতে দেখা গেল সানি দেওলকে।

আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘গদর ২’। স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখেই সেই সময়কে রিলিজের জন্য বেছে নিয়েছেন সানি দেওল। এবার মুক্তির আগেই পুরোদস্তুর প্রচারে নামলেন সানি দেওল। পৌঁছে গেলেন লংগেওয়ালা ভারত-পাক সীমান্তে।

সেনা-জওয়ানদের সঙ্গে সময় কাটানোর ছবি-ভিডিও নিজেই পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই দেখা গেল জওয়ানদের সঙ্গে কখনও জমিয়ে নাচছেন সানি, আবার কারও সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই ভিডিও শেয়ার করে বীর শহিদ কুলদীপ সিং চাঁদপুরির কথাও স্মরণ করেছেন সানি। আর সানি দেওলের এমন অভিনব প্রচার দেখে খুশিতে ডগমগ নায়িকা আমিশা প্যাটেল। ক্যাপশনে লিখেছেন- “দারুণ তারা… দুর্ধর্ষ লাগছে দেখতে।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন